ভ্রাম্যমান প্রতিনিধি
র্যাব জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন (দুদুল)’কে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
রাজধানীর ঢাকা আদাবর থানায় দায়ের করা হত্যা মামলায় শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূইয়া।
মেহেরপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আলোচিত তারিক মোহাম্মদ সাইফুল ইসলামকে হত্যার মামলার আসামি হিসাবে সাবেক জনপ্রশাসন মন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন গ্রেফতার দেখানো হবে বলে জানান পুলিশ। তিনি একজন এই হত্যার অন্যতম আসামি বলে জানান।