Home » মেহেরপুর বিএ ডিসি উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন।

মেহেরপুর বিএ ডিসি উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
1118 ভিউস

মেহেরপুর চিত্র
২৬/০৩/২৪

আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। সারা বাংলাদেশে নেয় মেহেরপুর জেলাতে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করছেন বাংলাদেশ কৃষি কর্পোরেশন মেহেরপুর বিএ ডি সি উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায়। বীর শহীদদের প্রতি সূর্যোদয়ের সাথে সাথে পুষ্প অর্পণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোশেদুল ইসলাম যুগ্নপরিচালক বিএ ডিসি পাট বীজ খামার মেহেরপুর, গোলক নাথ বনিক উপপরিচালক বিএ ডিসি সবজি বীজ খামার আমঝুপি মেহেরপুর, মোহাম্মদ এনামুল হক সিনিয়র সহকারি পরিচালক (কও) বিএডিসি মেহেরপুর, মোহাম্মদ জিয়াউর রহমান উপপরিচালক বিএ ডিসি আমঝুপি ডাল ও তৈলবীজ খামারের প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, মোহাম্মদ ইকবাল হোসেন সিনিয়র সহকারি পরিচালক (কও) বিএ ডিসি আমঝুপি ডাল ও তৈল বীজ খামার। এ সময় বিএ ডিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন