মেহেরপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস-২৩ পালিত
মেহেরপুর চিত্র:
মেহেরপুর জেলা প্রশাসকের আয়োজনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন ও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মঙ্গলবার(১৫আগষ্ট-২৩) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে আলোচনা সভার সভাপতিত্বে করেন- মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সর্বপ্রথম জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। এর পরপরই জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে অধ্যাপক ফরহাদ হোসেন জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপর জেলার বাসির পক্ষ থেকে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার রাফিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, উপজেলা পরিষদের পক্ষে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌরসভার পক্ষে মেয়র মাহফুজুর রহমান (রিটন), জেলা কারাগারের পক্ষে জেল সুপার মনির আহমেদ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি বোরহানউদ্দিন আহমেদ, জেলা প্রাণিসম্পদ অফিসের পক্ষে জেলা কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান ও প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে জেনারেল ম্যানাজার স্বদেশ কুমার, এজিএম কম মোহাম্মদ তিতাস, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রওশন, জেলা সমবায় পক্ষে জেলা কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মেহেরপুর বিএডিসির পক্ষে যুগ্ম পরিচালক মোশেদুল ইসলাম, উপ-পরিচালক মিনহাজ উদ্দিন, জাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, জেলা বনবিভাগ ভারপ্রাপ্ত কর্মকর্তা এস টি হামিম হায়দার, মুজিবনগর উপজেলা বনবিভাগ কর্মকর্তা মাসুদুর রহমান (মিশু) জেলা মৎস্য কর্মকর্তা রকনুজ্জামান, মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ যে এম সিরাজুম মনির, ছহিউদ্দীন ডিগ্রি কলেজের পক্ষে অধ্যক্ষ একরামুল আজিম, মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের পক্ষে অধ্যক্ষ রিতা পারভিন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।