- মেহেরপুর সাহিত্য পরিষদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- স্মারক গ্রন্থ ঠিকানা’র মোড়ক উন্মোচন
- স্বরচিত কবিতা পাঠ
- সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর সাহিত্য পরিষদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে স্মারক গ্রন্থ ঠিকানা’র মোড়ক উন্মোচন ও সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ফেব্রুয়ারি-২৩) সন্ধ্যা সাড়ে ৬টার সময় মেহেরপুর প্রেস ক্লাবের হলরুমে মেহেরপুর সাহিত্য পরিষদের আয়োজনে মেহেরপুর সাহিত্য পরিষদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে স্মারক গ্রন্থ ঠিকানা’র মোড়ক উন্মোচন ও সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন- নূরুল আহমেদ সভাপতি, মেহেরপুর সাহিত্য পরিষদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ মেহেরপুর সরকারি মহিলা কলেজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- প্রফেসর হাসানুজ্জামান মালেক সভাপতি, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, মেহেরপুর। এ্যাড. পল্লব ভট্টাচার্য বিজ্ঞ পিপি, জজ কোর্ট, মেহেরপুর। অধ্যাপক সাইদুর রহমান সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমি, মেহেরপুর। মোঃ ফারুক হোসেন সভাপতি, মেহেরপুর প্রেস ক্লাব। ফজলুল হক মন্টু সাধারণ সম্পাদক, মেহেরপুর প্রেস ক্লাব।
মেহেরপুর সাহিত্য পরিষদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে স্মারক গ্রন্থ ঠিকানা’র মোড়ক উন্মোচন ও সাহিত্য বাসর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আবুল হাসেম, নাসির উদ্দীন আহমেদ, আবু লায়েছ লাবলু, জিএফ মামুন লাকী, শাহীন খান, এস.এম.এ.মান্নান, জয়নুল ইসলাম রাজু, সাদেকুজ্জামান সেন্টু, বাশরী মহন দাস, ওবাইদুর রহমান, এম. সোহেল রানা, এস এম আসাদুল ইসলাম খোকন, জসিম মাহমুদ, মহিবুল ইসলাম, সাইফুল ইসলাম, আতিয়া খন্দকার, মিনারুল ইসলাম, নূর হোসেন, লিয়াকত আলী, বদরুদ্দোজা বিশ্বাস, আফরাহিম জিম, জাকিয়া সুলতানা, ফিরোজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন- নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মেহেরপুর সাহিত্য পরিষদ। কবিদের স্বরচিত কবিতা পাঠ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।