- মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতি ৩৪তম বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত
- পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতি ৩৪তম বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ফেব্রুয়ারি-২৩) বেলা ১১টার সময় পল্লীবিদ্যুৎ সমিতির ক্যাম্পাসে সাধারণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন- পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি মোহাম্মদ জেনারুল ইসলাম। অনুষ্ঠান শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন- হাফেজ মাওলানা শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন- মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার আবু রায়হান। সমিতির এক বছরের হিসাব পাঠ করেন- কোষাধক্ষ্য ফয়েজুল্লাহ হক, ৩৪তম বিজ্ঞপ্তি পাঠ করেন- সমিতির সচিব তুষার আহমেদ, গ্রাহক সদস্যদের হিসাব প্রদান করেন- মোঃ গোলাম রসুল, হামিদুল হক এলাকা পরিচালক।
২০২৩ অর্থবছরের এলাকা পরিচালক পদে বিজয় প্রার্থীদের নামের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মোঃ ফরাদ হোসেন এজিএম (এমএস), এ সময় উপস্থিত ছিলেন- প্রকৌশলী যতীন মল্লিক ডিজিএম (সদর কারিগরি ), চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান। মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, সাবেক সভাপতি আলামিন হোসেন, অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন- মোহাম্মদ তিতাস হোসেন এজিএম (ওএন্ড এম), মাহমুদ হাসান এজিএম(আইটি), মোছাঃ নাজমুল নাহার জেরিন এজিএম (ওএন্ডসি), সহকারি জুনিয়র ইঞ্জিনিয়ার আকতারুজ্জামান, জুনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ রওশন আলম, ঠিকাদার মোহাম্মদ হাশেম আলি পিয়াদা, মোহাম্মদ তাজুল ইসলাম, মোজাম্মেল হক, ওয়ারিং ইন্সপেক্টর আব্দুল কাদের আজাদ, গণমাধ্যম কর্মী, সমিতির সাবেক পরিচালকরাগণ উপস্থিত ছিলেন। পরে ২০২৩সালের জন্য বোর্ড সভায় পরিচালকদের ভোটে এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হন তুষার আহমেদ।
অনুষ্ঠান শেষে গ্রাহকদের নিয়ে আকর্ষণীয় লটারি পুরস্কার বিতরণ করেন। এ সময় গ্রাহকদের আনন্দ উল্লাস করতে দেখা যায়। বক্তারা বলেন- গত বছরে করোনা কারণে বার্ষিক সদস্য সভা গ্রাহকদের নিয়ে করা সম্ভাব হয়নি, ভার্চুয়ালের মাধ্যমে করতে হয়েছে। এই বছরে ৩৪তম সদস্য সভা করা সম্ভব হয়েছে বলে মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন বক্তারা।