মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাহিত্য পাতা-
নেই কোনও অভিযোগ
-স্নেহা আফরোজ সুইটি, নীলফামারী।
আমার কোনও অভিযোগ নেই
নেই কোনও অভিমান
নিমিষেই নিভৃতে যত্নে মেনে নিলাম সব!
আমার ভাঙা গড়া দেহে,
আমার অপূর্ণতাকে আজ।
আজ সত্যি কোনও অভিযোগ নেই
জানি না কি ছিলো তোমার মনে
কিন্তু আমি তোমায় ভালোবেসেছিলাম মন থেকেই!
হতে পারে তোমার কাছে সেটা খেলা
কিন্তু জানতো? অন্য কারও কাছে
ভালোবাসাটাই হচ্ছে বিশ্বাস,
সেটা বুঝেও তুমি বুঝলে না
তবুও সবকিছুই আমি মেনে নিলাম।
জানো? অশ্রু মাখা বিসর্জনে
রাঙিয়ে দিয়েছিলাম আমার অবচেতন মন,
তোমার ভালো থাকার অনুনয়
আমার প্রার্থনার কুঁড়েঘর!
তবুও বলবো আমার নেই কোনও অভিযোগ
নেই কোনও অভিমান।
নিঃশব্দ রাত্রির গভীরতা জানে
কতোটা দৈর্ঘ্যশ্বাস ফুসফুস বেয়ে
মুক্ত বাতাসে মিলায়!
কতটা তীব্র কষ্টের বোধ অশার করে
তা কেবল আমি জানি,
তবুও বলবো কোনও অভিযোগ নেই আমার
নেই কোনও অভিমান।
মিথ্যে সুখের আশায় ভেসেছিলাম হয়তো
বিশ্বাস করো দিনগুলো কিছুতেই ভুলবার নয়!
আমার ভালোবাসা কিন্তু মিথ্যা ছিলো না
তবুও তুমি চলে গেলে
অজুহাতের পাহাড় রেখে,
আর নেই কোনও অভিযোগ তোমার প্রতি
দিলাম সদা প্রতিশ্রুতি।
যদি প্রেমের ভুবনে ভালোবাসা হয় ভুল
তবে করিও যতই পারো ছলনা
আর কোনও দোষ তোমায় দিবো না।
সত্যি কোনও অভিযোগ নেই আর
নেই আর কোনও প্রশ্ন বুকে!
কোনও চাওয়া পাওয়া আর নেই আমার
নোনা জ্বলে ভেসে খুজে নিব আমার একাকিত্ব,
নিয়তির খেলাঘরে একাকি সে খেলা
অদৃশ্য বেড়ি পায়ে জড়িয়ে
গন্ডির বাহিরে নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকবো প্রতিনিয়ত
আল্লাহর কাছে দোয়া করি
তোমায় যেনো রাখে সদা ভালো।