মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাহিত্য পাতা-
আমি সেই মানুষটাকে খুঁজছি
-সিরাজুল ইসলাম মুন্টু, নওগাঁ।
আমি সেই মানুষটাকে খুঁজছি
যে আমার ভালোবাসার গয়না পরে
মনের উঠানে দিন মান হেঁটে যাবে
যার ঠোঁটে থাকবে মিষ্টি হাসি।
আমি সেই মানুষটাকে খুঁজছি
যার চোখের তারায় থাকবে
ভালোবাসার পদ্ম পুকুর,গালে কালো তিল
আর, হাসলে পড়বে গালে টোল।
আমি সেই মানুষটাকে খুঁজছি
যার আদর সোহাগ পেলে আমি
ভুলে যাব আমার যুগ জন্মের
হতাশা, নিরাশা আর ব্যর্থতার জ্বালা।
আমি সেই মানুষটাকেই খুঁজছি
যে আমাকে সারাক্ষণ জড়িয়ে
থাকবে বুনো লতার মত,জীবনে
ঝড়ের রাত্রে চলে যাবেনা একা ফেলে।
আমি সেই মানুষটাকে খুঁজছি
যার পরশ পেলে মোমের মত গলে যাবে
আমার যাতনা,জীবনের গাছে ফোটবে
রঙিন ফুল, ফলবে সুস্বাদু ফল।
আমি সেই মানুষটাকে খুঁজছি
যে আমার কেবল কবিতার নায়িকা নয়
জীবনের নায়িকা হয়ে আমাকে আজীবন শুনাবে
দুঃখ জয়ের কবিতা, গান, সান্তনার বাণী।
আমি সেই মানুষটাকে খুঁজছি
যার কথায় চারিপাশে ছড়াবে মধুর সুবাস
যার গান শুনে পথ ভুল করে শীতের দিনে ও
ফিরে আসবে বসন্তের গানের কোকিল।