“মেহেরপুর চিত্র”র সাপ্তাহিক শুক্রবারের সাহিত্য পাতা-
আমি সুখি মানুষ খুঁজছি
-সিরাজুল ইসলাম মুন্টু, নওগাঁ।
আমি সুখি মানুষ খুঁজছি
যে সোনার চামুচ মুখে নিয়ে
জন্মেছে, যার শৈশব, কৈশোর
যৌবন কেটেছে সুখ শান্তির
অতিশয্যায় গড়াগড়ি করে।
আমি সুখি মানুষ খুঁজছি
যার জীবনে অপ্রাপ্তী বলে
কোন কিছু নেই, যার সকল
চাওয়া পাওয়া পূরণ হয়েছে
নেই কোন অনুতাপ।
আমি সুখি মানুষ খুঁজছি
যার দেখা পেলে আমি অনুনয়
বিনয় করে একটু খানি সুখ
ধার চাইব, জীবনে সুখের স্বাদ
কেমন পরখ করে দেখব।
আমি সুখি মানুষ খুঁজছি
যার দেখা পেলে জোর করে হলেও
তার সাথে গড়ে নিবো সখ্যতা
নিবিড় হয়ে জানতে চাইব তার
সুখি হবার কলাকৌশল।