- তাহিরপুরে ৬ষ্ঠ ডিজিটাল বাংলাদেশ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
-শফিকুল ইসলাম স্বাধীন; সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ৬ষ্ঠ ডিজিটাল বাংলাদেশ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তি মূলক উন্নতি’ এ শপথ নিয়ে-
সোমবার (১২ই ডিসেম্বর-২২) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র্যালী, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে সহকারী কমিশনার(ভূমি) মো. আসাদুজ্জামান রনি’র সভাপতিত্বে সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সালাহ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, শওকত হাসান, শঙ্কর চন্দ, আবিকুল ইসলাম আবির, মনিরাজ শাহ প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ‘ডিজিটাল বাংলাদেশ শীর্ষক’ বক্তৃতায় প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সহকারী কমিশনার(ভূমি) মো. আসাদুজ্জামান রনি ও অতিথিরা।