Home » মূর্খ্যের শাসন; -নওশাদ আলম

মূর্খ্যের শাসন; -নওশাদ আলম

কর্তৃক Md. Sohel Rana
1131 ভিউস

মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাহিত্য পাতা-

মূর্খ্যের শাসন
– নওশাদ আলম, গাংনী, মেহেরপুর।

মূর্খ্যের শাসনে শাসিত যে জাতি,
সেদেশে লাগেনা, বোমা আত্মঘাতী।
শাসকের রোশানলে মানুষ অসহায়,
পাতিনেতা হাঁক মেরে জয়ধ্বনি গায়।

সুশীল সমাজকর্মী অপদস্ত রোজ,
ভক্তির দৃষ্টিতে রাখেনা কেউ খোঁজ।
এমন চিত্র আঁকা দেখি প্রতি পদে,
অপযুক্ত ব্যক্তি হাসে পদ নদে।

অকথ্য বাক বুলি কর্কটে ফোটে,
নম্র ও শিষ্টাচার পাবেনা তার ঠোঁটে।
তবুও তারায় নেতা করে দেশ শাসন,
জাতির ঘাড়ে বসে করে রক্ত শোষণ।

ভাগ বাটোয়ারা হয় ক্ষমতার পদ,
উন্মাদ ঘেউ ঘেউ হবে কবে রদ?
আমজনতা যেনো কিশোরের বল,
আষ্টেপৃষ্ঠে লাথিয়ে ভাঙে কোলাহল।

কদরহীনে দমে যায় জ্ঞানীদের সারি,
বিড়ি ফোঁকা রাখালে করে খবরদারি
সমাজের এ চিত্র দেখো হৃদ চোখে,
আত্মতাপে জ্বলো যা বলুক লোকে।

(২০/১১/২০২২ কোলকাতা থেকে)

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন