Home » এলো বিজয়ের মাস ডিসেম্বর; -সিরাজুল ইসলাম মুন্টু

এলো বিজয়ের মাস ডিসেম্বর; -সিরাজুল ইসলাম মুন্টু

কর্তৃক Md. Sohel Rana
1087 ভিউস

মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাহিত্য পাতা-

এলো বিজয়ের মাস ডিসেম্বর
-সিরাজুল ইসলাম মুন্টু, নওগাঁ। 

শীতের উত্তরী হাওয়ার তান্ডব
শুরু হয়নি এখনো, এখনো
কুয়াশার চাদরে ঢাকা পড়েনি
বাংলার মাঠ ঘাট পথ প্রান্তর।

সবুজ মাঠে এখনো দুলে কাঁচা
পাকা আমন ধান, নবান্নের উৎসব
হলে ও হয়নি ধান কাটার শেষ
মাঠের মানুষ মাঠে কর্মরত।

ভোরের সূর্য নতুন আলো ছড়িয়ে
ডাকে গেঁয়ো চাষীদের, বলে চলো মাঠে
নতুন ফসল ঘরে তুলতে প্রাণপণ চেষ্টা
সবার খাবার জোগাতে ব্যস্ত কৃষক।

হেমন্তের আঙিনায় নতুন ফসল এলে
মনটা ভালো হয়ে যায়, দেশ প্রেমের
নতুন সওগাত নিয়ে, সবার দ্বারে
এলো বিজয়ের মাস, ডিসেম্বর।

রচনাকাল-০১/১২/২০২২খ্রীঃ, নওগাঁ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন