
নিজস্ব প্রতিবেদকঃ
২৭/১০/২২
“শিক্ষক দিবস ২০২২” শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় মেহেরপুরে পালিত হলো শিক্ষক দিবস’২০২২।
বৃহস্পতিবার (২৭অক্টোবর-২২) সকালে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন ও মেহেরপুর সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদারের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম সরদার, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, ছহিউদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

