মেহেরপুর চিত্র
১৯/১০/২২
মেহেরপুর মুজিবনগর উপজেলা বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয। গতকাল সকাল ১১ টার সময় উপজেলা কৃষি অফিসে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এই বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস , উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান , উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন সহ উপজেলা প্রান্তিক কৃষক গন । এসময় মুজিবনগর উপজেলার চার ইউনিয়নে মোট ২২০ জনকে জন পতি ১ কেজি বীজ , ২০ কেজি ডিওপি , ২০ কেজি এম ও পি, ১৫০ বর্গমিটার পলিথিন, ৪০০ গ্রাম লাইলণ সুতা, ১০০ এম এল কীটনাশক, ১০ এম এল ছত্রনাশক ও বিকাশের মাধ্যমে ২৭ শো টাকা দেয়া হবে।এ ব্যাপারে কৃষক গনরা বলেন সরকার সহযোগিতা করার কারণে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি পাবে
মেহেরপুরে মুজিবনগরে উপজেলায় বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ ।
মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০