Home » প্রাণিসম্পদ বিভাগ, মেহেরপুর এর অব্যহত কার্যক্রমে লাম্পি স্কিন ডিজিজ ( LSD) নতুন সংক্রমণ নাই, সুস্থপ্রাণিকে টিকাও চিকিৎসা প্রদান

প্রাণিসম্পদ বিভাগ, মেহেরপুর এর অব্যহত কার্যক্রমে লাম্পি স্কিন ডিজিজ ( LSD) নতুন সংক্রমণ নাই, সুস্থপ্রাণিকে টিকাও চিকিৎসা প্রদান

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
770 ভিউস

মেহেরপুর চিত্র ডেক্সঃ

১৩/১০/২২

মেহেরপুর জেলার তিনটি প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে খামারীদের লাম্পি স্কিন রোগে নমুনা সংগ্রহ ও টিকা প্রদান করা হয়। আজ সকাল ৭ টার সময় চকশ্যামনগর সদর ও সকল উপজেলার বিভিন্ন গ্রামে খামারীদের গোট পক্স বা লাম্পি স্কিন রোগের টিকা প্রদান, হাসমুরগি, গরু ছাগলের কৃমিনাশক ঔষধ প্রদান, অসুস্থ প্রানির চিকিৎসা প্রদান, লাম্পি স্কিন রোগ বিষয়ে সচেতনতা ক্যাম্প চলমান। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সাইদুর রহমান এর তত্বাবধানে রোগ নিয়ন্ত্রণের কার্যক্রম চলমান রয়েছে। প্রতিটি উপজেলায় দুইটি করে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয় । তাঁরা মাঠে ও হাসপাতালে কাজ করছে। প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে আগত কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ জোবাইদা খানম, সাইন্টিফিক অফিসার, ও ডাঃসুদেব সরকার, প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকা ও ডাঃ আল আমিন তান, সাইন্টিফিক অফিসার, এফ ডি আই এল, যশোর। এছাড়া ও উপসহকারী প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ রহমতুল্লা, এল এসপি গবাদিপশু পালনকারীবৃন্দ। আগত কর্মকর্তারা তিনটি উপজেলায় লাম্পি স্কিন রোগের নমুনা সংগ্রহ, রোগের সচেতনতা, লাইন অফ ট্রিটমেন্ট, পরবর্তীতে টিকা তৈরীর জীবানুর স্যাম্পল সংগ্রহ করেন। মেহেরপুর জেলা সরেজমিনে দেখে তাঁরা জানান, গোট পক্সের টিকা প্রায়১০০ ভাগ রোগ প্রতিরোধ করেছে। তাঁরা ফিল্ডে দেখেছেন নতুন সংক্রমণ নাই । নতুন করে ছড়াচ্ছে না,এখন অবস্থা ভাল। এখন খামারিরা ও খুব সচেতন সঙ্গে সঙ্গে প্রাণিসম্পদ হাসপাতালে খবর দিচ্ছে, প্রাণিসম্পদ অফিস তাৎক্ষণিক ভাবে খামারির বাড়ি গিয়ে রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করছে। এখন মেহেরপুরের অবস্থা অনেক ভালো কমে গেছে এ রোগটি নতুন কোন রোগ নাই তারপরেও মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিস সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন