Home » মেহেরপুরে মাল্টা ফলের বাম্পার ফলন দাম কম থাকায় কৃষকে কপালে চিন্তার ভাঁজ

মেহেরপুরে মাল্টা ফলের বাম্পার ফলন দাম কম থাকায় কৃষকে কপালে চিন্তার ভাঁজ

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
695 ভিউস

আকতারুজ্জামান
১১/১০/২২
মেহেরপুরের মাল্টা ফলের বাম্পার ফলন বাজারে দাম কম থাকায় বিপাকে পড়েছে কৃষৱা l মেহেরপুর সদর উপজেলা আমঝুপি পাঁচতারা এগ্রো মালটা বাগানের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মাজেদুল হক বলেন তার ৩১বিঘা মাল্টা বাগান করেছেন এই বাগানের বয়স হচ্ছে ৪২মাস- গত বছরে মাল্টা ফল বিক্রি করেছেন তিনি প্রাইস হয় লক্ষ টাকা তিনি দাম পেয়েছিলেন প্রতি কেজি ৬০ টাকা l সাথী ফসল হিসাবে মাল্টা বাগান থেকে ৪২ লাখ টাকার মাল বেঁচেছেন- এই বছরে মাল্টা বাগান থেকে আয় হবে প্রায় ৮০থেকে ৯০লক্ষ টাকা খরচ খরচা বাদ দিয়ে- যদি বাজারে ভালো দাম পাওয়া যায় তবে এই বছরের দাম খুব কম l মালটা বাগানের মালিক রানা বলেন গতবছরের ছাড়া এবার গাছে ফলন ভালো দাম পেলে খরচ খরচা বাদ দিয়ে লাভ থাকবে ভালো l মেহেরপুর সদর উপজেলা ঝাউ বাড়িয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ীও জেলা প্রশাসকের সাবেক কাউন্সিলর খাজা মইনুদ্দিন (লিটন) তিনি বলেন তার দুই থেকে তিন বিঘা চায়না থ্রি লেবু বাগান করেছেন গতবছর ছাড়া এই বছরে ১৫০ মন লেবূ গাছ থেকে তুলতে পারবেন বলে তিনি জানান l মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের খাইরুল বাশার- গাংনী উপজেলায় মানিকদিয়া গ্রামের মাসুম বিল্লাহ -আমঝুপি গ্রামের মোতালেব -এসব মাল্টা বাগানেএর মালিকদের আশঙ্কা এই বছরে মালটা ফলের ভালো দাম পাবেন না- যদি দাম না পান তাহলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হবে বাগান মালিকরা l এই ব্যাপারে মেহেরপুর বিএডিসির বীজ উৎপাদন খামার ও বারাদি এগ্রো সার্ভিস সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন কৃষকরা ঝুঁকছে মালটা বাগানের করার জন্য অন্যান্য বাগানের ছাড়া মালটা এবং চায়না থ্রি লেবূ বাগান বেশি লাভ হচ্ছে মেহেরপুরের অন্যান্য চাষবাদ দিয়ে কৃষকরা মাল্টা ও চায়না থ্রি লেবুর বাগান করছে – এই বছরের ওয়েদার টা ভালো- ভালো পরিচর্যা প্রতিটা গাছের গোড়ায় টিএসপি- পটাশ- এমওপি- কিছু দানা বিষ- প্রতিবছর কমপক্ষে একবার গাছের গোড়ায় ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে সার গুলো l মাল্টা গাছে ফল আসার পর পর হালকা কীটনাশক স্প্রে করতে হবে কয়েকবার l মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান – কৃষিবিদ গোলকনাথ বনিক উপ-পরিচালক বিএডিসি আমঝুপি সবজি বীজ খামার ও কৃষিবিদ সঞ্জয় কুমার দেবনাথ উপ-পরিচালক বিএডিসি আমঝুপি ডাল ও তৈালবীজ খামার বলেন অন্যান্য ফসলের ছাড়া কৃষকরা ঝূকছে মাল্টা ও চায়না থ্রি বাগান করার জন্য- পরামর্শ হচ্ছে গাছের রোগ বালা কম কৃষকদের উদ্দেশ্যে বলেন রোগমুক্ত এবং ভালো চারা লাগাবেন- জাত ভালো ফলন পাবেন ভালো l মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন মাল্টা ও চায়না থ্রি বাগান মালিকদের সাথে সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ ও পরামর্শ দিয়ে থাকি কোন সমস্যা হলে মাল্টা ও চায়না থ্রি বাগান পরিদর্শন করে কি করতে হবে তা দিকনির্দেশনা দেওয়া হয় কৃষকদের l মেহেরপুর সদর উপজেলায় ২০০ থেকে ৩০০ বিঘা মালটাও চায়না থ্রি লেবুর বাগান আছে এই বছরে ফল এসেছে ভালো গাছগুলোই l কৃষক সুমন এর আসংখ্যা ফলন ভাল হলেও কৃষকরা বাজারে ভালো দাম পাবেন কিনা l তবে সরকারের ভালো নজরদারি থাকলে লাভবান হবেন বলে জানান কৃষকরা l

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন