শফিকুল ইসলাম স্বাধীন
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ৩ নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদে ‘পরিবেশ সম্মত চাষাবাদ ও পরিবেশ সংস্করণ’ তরুণ প্রজন্মের অংশগ্রহণ বিষয়ক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
হাওরের জীববৈচিত্র্য রক্ষায় আমাদেরকে অতিরিক্ত কিটনাশক ব্যবহার কমাতে হবে, হাওরে ভালো মানের ফসল পেতে হলে কৃষি গবেষণাকেন্দ্র থেকে পরামর্শ নিয়ে ফসল উৎপাদন করতে হবে, হাওরে মাছ উৎপাদন বাড়াতে হলে অতিরিক্ত কিটনাশক ব্যবহার না করে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে, সবসময় পরিবেশ বান্ধব ফসল ফলাতে হবে, উপরোক্ত কথাগুলো রোববার (২৪ অক্টোবর) বিকেলে বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের হলরুমে কয়েক শত কৃষকের অংশগ্রহণের মাধ্যমে ‘পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা’র সভাপতি কাসমির রেজা বলেন।’
এ সময় বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম. ইউনুস আলী, তাহিরপুর সদর সাবেক ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা’র সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, ডা: মো. হাবিবুর রহমান, তাহিরপুর থানার এসআই মো.নাজমুল হক, সাংবাদিক রাহাদ হাসান মুন্না, শফিকুল ইসলাম, ইউপি সদস্য শামছুল আলম, মো.আবু মিয়া, জুয়েল মিয়া, সমাজ সেবক প্রতিনিধি আশরাফুল আলম প্রমুখ।