
মুজিবনগর প্রতিনিধি
০৭/০৭/২৩
সুইডেনে আল-কুরআন পোড়ানোর প্রতিবাদে মেহেরপুর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । আজ  বাদ জুমআ বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা  মুজিবনগর উপজেলা শাখার  উদ্যোগে সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে আল-কুরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠত হয়। বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মুজিবনগর উপজেলা জামায়াতে আমীর জনাব মাওলানা মো: খানজাহান আলী। আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য জেলা উলামা বিভাগীয় সেক্রেটারী জনাব মাও,ফিরাতুল ইসলাম। জেলার অন্যান্য নেতা ও কর্মীগন উপস্থিত ছিলেন। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে যথাস্থানে গিয়ে শেষ হয়। এ সময়  সাধারণ মানুষ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

