Home » শোক সংবাদ

শোক সংবাদ

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
189 ভিউস

মেহেরপুর সদর উপজেলা আমঝপির কৃতি সন্তান মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ (অবসরপ্রাপ্ত) প্রিন্সিপাল
আলহাজ্ব আব্দুল জলিল তিনি আজ সকাল ৭ টার সময় ব্রেন স্ট্রোক জনিত কারণে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.) এই গুনি শিক্ষকের মৃত্যুর খবর এলাকায় পোছালে আত্মীয়-স্বজন এলাকার সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আশে। মরহুমের জানাজার নামাজ পরে জানানো হবে বলে জানিয়েছেন মরহুম পরিবার।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন