Home » শীতের সকাল -সিরাজুল ইসলাম মুন্টু

শীতের সকাল -সিরাজুল ইসলাম মুন্টু

কর্তৃক Md. Sohel Rana
600 ভিউস

মেহেরপুর চিত্র’র শুক্রবারের  সাপ্তাহিক সাহিত্য পাতা-

শীতের সকাল
-সিরাজুল ইসলাম মুন্টু, নওগাঁ।

শীতের সকালে একটু রোদ
লাগে বড় মিষ্টি,
রাতে ঝরে ঘন কুয়াশা
যেন অবেলায় বৃষ্টি।

লেপের মাঝে জড়াজড়ি
কখন হয়যে বেলা,
কুয়াশার সাথে সূর্য করে
লুকোচুরি খেলা।

নানান রকম সবজি মিলে
এই শীত কালে,
প্রকৃতির কঠিন রূপ
দেখি শীত এলে।

শীতে মিলে অনেক পিঠা
বলব কত নাম,
কোন সাহসে কবর বলো
শীতের বদনাম।

গরিবেরা কষ্ট পায়
তবু কেউ তো খুশি,
শীতের গুনগান আমি
গাইছিনা বেশী।

শীতে এলে মোয়া মুড়ি
মিলে খেজুর রস,
শীতে কাঁপি তবু খাই
হয়েছি শীতের বেশ।

লেখকঃ সিরাজুল ইসলাম মুন্টু, নওগাঁ।
শিক্ষক, সংগঠক, গীতিকার (রাজশাহী বেতার কেন্দ্র)।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন