শীতের দেখা
সিরাজুল ইসলাম মুন্টু, নওগাঁ।
শীতের দেখা পাই আমি
সকালে গেলে মাঠে,
গেঁয়ো চাষী এখনো মাঠে
পাকা ধান কাটে।
হাটে গেলে হরেক সবজি
কমেছে কিছু দাম,
মূলা পালং বেগুন টমেটো
বলব কত নাম।
কুয়াশার চাদর গায়ে দিয়ে
আসবে হিম বুড়ি,
সাথে সে আনবে তার
নাতি কয়েক কুড়ি।
শীতের দেখা পাই আমি
সকাল বিকেল বেলা,
ঠান্ডা হাওয়া দেহ মনে
করছে এসে খেলা।
রচনা কাল- ১৮/১১/২২ইং