
- মোমেনশাহী দর্পণ’র মোড়ক উন্মোচন
- জুবায়েদ হোসেনকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি, খুলনার আয়োজনে মোমেনশাহী দর্পণ’র মোড়ক উন্মোচন ও জুবায়েদ হোসেন কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মো . জুবায়েদ হোসেনকে সংবর্ধনা
শনিবার (৮মার্চ-২৫) বিকাল ৫ঘটিকায় খুলনার হোটেল এম্বাসেডরের হল রুমে সৃজনশীল সাহিত্য বিকাশে… মোমেনশাহী দর্পণ’র সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন, মোঃ জুবায়েদ হোসেনকে সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ জুবায়েদ হোসেন এঁর সঞ্চালনায় ড. খন্দকার আনিসুল হক এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত সমিতির সাধারণ সম্পাদক নার্গিস ফাতেমা জামিন, ড. আসমা ররুণা, ডেপুটি চিফ অনুপ চক্রবর্তী, বাংলাদেশ জুট টেক্সটাইল মিলসের মহাব্যবস্থাপক জামিল আহমেদ, প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান পরিচালক ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড.শামীম আহমেদ কামাল উদ্দীন, ট্রেজারার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. কুতুবউদ্দিন, প্রফেসর ড. জালাল উদ্দিন জামালি, সৈয়দ জাকারিয়া বুলবুল, মোঃ জুবায়েদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক, মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়, মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা বাগেরহাট। শতাধিক লোকের উপস্থিতিতে অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
এছাড়াও সৃজনশীল সাহিত্য বিকাশে…. মোমেনশাহী দর্পণ’র সম্পাদক মণ্ডলির সভাপতি ও প্রকাশক মোঃ জুবায়েদ হোসেন সম্প্রতি সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাওয়ায় তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেন সমিতির পক্ষ থেকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. শামীম আহসান কামাল উদ্দিন খান।