
বাড়াদি প্রতিনিধি
২৯/০৬/২৩
মেহেরপুর সোনারপুরের রাস্তায় ছিনতাইকারীদের কবলে পাখি ভ্যান ছিনতাই হয়েছে। এলাকা সূত্রে জানা যায় গতকাল মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর পশ্চিম পাড়ায় আমিনুল ইসলামের ছেলে পাখিভ্যান চালক মনিরুল ইসলাম গতরাত ৮ টার সময় সোনাপুর হতে বলিয়ারপুরে উদ্দেশে ৪ জন যাত্রি নিয়ে রোওনা হয়। পথিমধ্যে মাঠের ভিতর আসলে রাস্তার ভিতরে ৫ জন ছিন ছিন্তাই কারি তাদের
পাখিভ্যান চালক সহ যাত্রিদের গাড়ি থেকে নামিয়ে রাস্তার পাশের ঝোপে নিয়ে যান এবং গলাই ,দেশে অস্ত্র হেসুয়া বাদিয়ে ভেন চালকের মোবাইল এবং পাখিভেন সহ যাত্রিদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন । স্থানীয় যাত্রীরা জানান , এখানে প্রাই দিন সাইকেল মোটর সাইকেল ,পাখিভেন , থেকে ছিনতাই এর ঘটনা ঘটে । ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর উপজেলা পিরোজপুরে ক্যাম্প থেকে পুলিশের একটি টিম ঘটনা স্থলে পরিদর্শন করেন ।