মেহেরপুরে সাংবাদিকদের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুর চিত্র : মেহেরপুরের সাংবাদিক চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান ও দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি সিরাজুদ্দোজা পাভেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ফেব্রুয়ারী-২৪) বেলা ১১টার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- মেহেরপুর প্রেসক্লাবের আহবায়ক ও ছহিউদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গুর।
মানববন্ধনে বক্তব্য রাখেন- মেহেরপুর প্রেস ক্লাবের জৈষ্ঠ্য সাংবাদিক তুহিন অরণ্য, মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আল আলামিন হোসেন, সাবেক সভাপতি ফারুক হোসেন, মেহেরপুর প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি ফজলুল হক (মন্টু), সহ-সভাপতি ফারুক মল্লিক, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি প্রিন্স ওমর ফারুক, গাংনী প্রেসক্লাবের সভাপতি তহিদুল্লাহ তোহিদ, এ ছাড়াও বিভিন্ন সুধীমহল, সামাজিক সংগঠন, মানবাধিকার কর্মীগণ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন- মেহেরপুর প্রেস ক্লাবের নব নির্বাচিত যুগ্ম সম্পাদক বেনিয়ামিন (মুক্ত)। মানববন্ধনে বক্তাদের দাবি প্রশাসন অনতিবিলম্বে বাকি আসামিদের গ্রেফতার করতে হবে এবং শাস্তির আওতাধীন আনতে হবে ।