
শ্যামপুর ইউনিয়নে বিএনপি’র চেয়ারপারসন মরহমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতে দোয়া ও আলোচনা সভা
নিজস্ব সংবাদদাতা: মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়নে বিএনপি’র পক্ষ থেকে শনিবার (৩জানুয়ারি-২৬) বাদ মাগরিব বিএমপি’র চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্যামপুর বিএনপি- আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি’র নেতা কালাম ফরাজী। দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর ও মুজিবনগর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি মাসুদ অরুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক রায়হান কবির, বক্তব্য রাখেন জাহাঙ্গীর, দরবেশ ফারাজে, আবুল খয়ের, সামেনা মেম্বার, আশরাফুল ইসলাম, জামিরুল ইসলাম, হাজী মাসুদ হায়দার মাস্টার, শহিদুল মেম্বার, মতিয়ার মাস্টার প্রমূখ। আলোচনা শেষ মরহুমা খালেদা জিয়ার দোয়ার ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে অত্র এলাকার বিএনপি’র নেতাকর্মীসহ সাধারণ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

