Home » মেহেরপুর সদর শ্যামপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর নতুন মদনাডাঙ্গায় বাজারে পথসভা অনুষ্ঠিত ।

মেহেরপুর সদর শ্যামপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর নতুন মদনাডাঙ্গায় বাজারে পথসভা অনুষ্ঠিত ।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
27 ভিউস

মেহেরপুর সংবাদদাতা
১৩/০৪/২৫

মেহেরপুর সদর শ্যামপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর নতুন মদনাডাঙ্গায় বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন শ্যামপুর ইউনিয়নের জামায়েতের ইসলামী সভাপতি মাওলানা মফিদুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর মুজিবনগর ১ আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহেল রানা,সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম,সহ শ্যামপুর ইউনিয়নের ৯ টায় ওয়ার্ডের সভাপতি /সেক্রেটারি ও জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা, অসাধারণ মানুষ এই পথসভায় অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বক্তব্য বলেন আগামী দিন আসছে ইসলামের দিন, আগামী দিন আসছে নেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দিন। বাংলাদেশের মানুষ তথা মেহেরপুর বাসীকে বেছে নিতে হবে কারা আগামীতে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে। আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, ভয়, ভীতি ঊর্ধ্বে
ভোটাররা যদি ভোট দিতে পারে তাহলে শতভাগ সাফল্য জামাত ইসলামীর হবে। ন্যায় নসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে পারবে। তাই মেহেরপুর বাসীকে আহ্বান জানিয়েছেন আগামী নির্বাচনে বিজয় হলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে জামাত।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন