
মেহেরপুর সংবাদদাতা
০৯/১০/২৫
মেহেরপুর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বুড়িপোতা ইউনিয়নের সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িপোতা ইউনিয়ন আমীর আবু জাফর সোহেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর- মুজিবনগর ১ আসনের সংসদ সদস্য ও পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও বুড়িপোতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম। এ সময় বুড়িপোতা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের অসহায় পরিবারদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন ক্রীড়া ক্লাবে, ছাত্রদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।