Home » মেহেরপুর সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলের একাধিক প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন।

মেহেরপুর সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলের একাধিক প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
97 ভিউস

মেহেরপুর সংবাদদাতা
৩০/০৭/২৫

মেহেরপুর সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলের একাধিক প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন বলে জানান প্রধান নির্বাচন কমিশন। গত ২৭/০৭/২৫ জুলাইয়ে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেন। ৩০ /০৭/২৫ জুলাই বুধবার সকাল ১০ টায় থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জেলা বিএনপির কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রয় করেন। আগামী ৯ ই আগস্ট সকাল দশটায় থেকে টানা ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে জানান নির্বাচন কমিশন। সদর উপজেলা সভাপতি পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছে তারা হলেন
বাঁকা বিল্লাহ, লিয়াকত আলী, ফয়েজ মোহাম্মদ।
সাধারণ সম্পাদক পদে
ওমর ফারুক (লিটন) সাহিদুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক পদে –এএস এম ফিরোজুর রহমান, আব্দুল হামিদ খান গাজু।
মেহেরপুর সদর বিএনপির কাউন্সিল সফলভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় নেতারা জানান, কাউন্সিল হবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন