Home » মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইসলামনগর গ্রামের সড়ক দুর্ঘটনায় আহতকে দেখতে গেলেন মেহেরপুর জেলা জামায়াতের আমীর

মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইসলামনগর গ্রামের সড়ক দুর্ঘটনায় আহতকে দেখতে গেলেন মেহেরপুর জেলা জামায়াতের আমীর

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
90 ভিউস

নিজস্ব সংবাদদাতা
৩১/১০/২৫
মেহেরপুর আমঝুপি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইসলামনগর গ্রামের সড়ক দুর্ঘটনায় আহত হওয়া রোগী তরিকুল ইসলাম কে সার্বিক খোঁজখবর নিলেন মেহেরপুর মুজিবনগর ১ আসনের সংসদ সদস্য জামায়াতে মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, সদর উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়নের জামায়াতে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার জাব্বারুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের ইসলাম নগরের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন