মেহেরপুর সংবাদদাতা
১২/১০/২৪
মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ঝাউবাড়িয়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ফ্রি – মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯ টার সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্যামপুর ইউনিয়ন আমীর মাওলানা মফিজুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ আব্দুস সালাম, ডাক্তার আনিসুর রহমান,জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, মেহেরপুর সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, ইউনিয়ন রাজনৈতিক সেক্রেটারি আসাদুজ্জামান,শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন রোগের বিভিন্ন বয়সের নারী এবং পুরুষ রোগীকে চিকিৎসা প্রদান করছেন। ফ্রি – মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা করছেন মেহেরপুর লাইফ কেয়ার হসপিটাল।