
ভ্রাম্যমাণ প্রতিনিধি
২৪/০৭/২৫
মেহেরপুর সদর উপজেলা বারাদী ইউনিয়নের মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি
(A+)প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ বেলা ২ টার সময় মমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিজস্ব হলরুমে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহককমিটির সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ খাইরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরপুর, জনাব মোঃ সাইদুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরপুর, বক্তব্য রাখেন মমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাব্বারুল ইসলাম, সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে ( A+)প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের প্রথমে গভীর শ্রদ্ধা ভরে ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহত কোমলমতি ছাত্র/ছাত্রীদের স্মরণে এক মিনিটে নিরাপত্তা পালনও তাদের
আত্মার মাগফেরাত কামনা করে দোয়া দোয়া করা হয়।