Home » মেহেরপুর মুজিবনগর মেয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ছাত্রী মাহিয়া তাসনিম দাফন সম্পন্ন

মেহেরপুর মুজিবনগর মেয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ছাত্রী মাহিয়া তাসনিম দাফন সম্পন্ন

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
30 ভিউস

মুজিবনগর সংবাদদাতা
২৫/০৭/২৫

মেহেরপুর মুজিবনগর উপজেলায় জয়পুর গ্রামের বাবা প্রকৌশলী মরহুম বিশ্বাসের ও মোছা: আফরোজা খাতুনের বড় মেয়ে
মাইলস্টোন স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী মাহিয়া তাসনিম দাফন সম্পন্ন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায় গতকাল সকাল সাড়ে ৮ টার সময় নানার বাড়ি মুজিবনগর উপজেলা জয়পুর গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। গত সোমবার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের
ট্রাজেডিতে হারিয়ে গেল অষ্টম শ্রেণীর মেধাবী মাহিয়া তাসনিম। বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন এন্ড কলেজের একটি ভবনের ওপরে বিধ্বস্ত হয়। এতে পাইলট সহ সোমবার মৃতের সংখ্যা ৩১ জন আহত প্রায় ১৬৫ জন আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান আইএসপি আর। এলাকা সূত্রে জানা যায় প্রকৌশলী বিশ্বাস সৌদি আরবে বিদেশে এক কোম্পানির চাকরি করা অবস্থায় গত ৬ বছর আগে তার মৃত্যু হয়। সেই থেকে দুই মেয়েকে নিয়ে আফরোজা খাতুনের ঢাকাতে অবস্থান দুই মেয়েকে মানুষ করার জন্য । মেয়ের মৃত্যুতে আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। তিনি বলছিলেন বিমান বাহিনীর যুদ্ধ বিমান আমার মেয়ে সহ অসংখ্য বাচ্চার প্রাণ কেড়ে নিয়েছে সঠিক তদন্তের মধ্যে দিয়ে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক বিচার করা হোক। এবং প্রশিক্ষণ বিমানগুলো স্কুল সহ আবাসিকে এলাকায় থেকে বাদ দিয়ে ট্রেনিং পরিচালনা করুন । আর যেন কোন মায়ের কল খালি না হয়।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন