
মুজিবনগর সংবাদদাতা
১৩/০৮/২৫
মেহেরপুর মুজিবনগর জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত । মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলায় জামায়াতের গণ সংযোগের অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমীর ও মেহেরপুর ১ আসন জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মাওলানা তাজউদ্দিন খান, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খান জাহান আলী, সেক্রেটারি খাইরুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশন মুজিবনগর উপজেলা সভাপতি ফজলুল হক কাজী, পেশাজীবী সংগঠনের সভাপতি জনাব মোশারফ হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি জনাব আমির হোসেন, বাগোয়ান ইউনিয়ন আমীর মাওলানা ফারুক হোসেন, অনুষ্ঠান পরিচালনা করেন বাগওয়ান ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান।
এ সময় ইউনিয়ন জামায়াতের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন আগামী সংসদীয় আসন মেহেরপুর – মুজিবনগরন সাধারণ ভোটারদের বোঝাতে হবে এই ইলেকশনে কোন ভোটারকে ভোট দেয়া থেকে বিরত রাখতে পারবে না ।সাধারণ ভোটারদের মনের মধ্যে এখনো পর্যন্ত আতঙ্ক বিরাজ করছে তারা ভোট দিতে পারবে।এইজন্য জামায়াতের নেতা কর্মীরা প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের এই দাওয়াত পৌঁছাতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে স্বৈরাচার সরকারের সময় আর এখনকার সময় অনেক পার্থক্য। বাংলাদেশ সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর দেশের মানুষ তাকিয়ে আছে। ফ্রী, ফেয়ার ভোট দেশের মানুষদের। উপহার দেবে। ভোট সেন্টারে যেন পেয়েছি শক্তি এবং দলীয় প্রভাব কোন দল যেন বিস্তার না করতে পারে। সে বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী শক্ত হাতে প্রতিরোধ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। দেশের মানুষ বুঝে গেছে ভয়-ভীতি দেখিয়ে আর ইলেকশনে জেতা যাবে না।