মুজিবনগর প্রতিনিধি :
১৫/০৩/২৩
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় ভোক্তাদের অধিকার ও স্বার্থ রক্ষার্থে ভোক্তা অধিকার দিবস- উদযাপিত হয়েছে।
মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে, আজ বুধবার সকাল সাড়ে নটার সময় রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা পরিষদ চত্বর থেকে রেলিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে মুজিবনগর উপজেলা চত্বর শেষ হয় পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ, তথ্য সেবা কর্মকর্তা কামরুন নাহার , উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ফিরোজা আক্তার, কেদারগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক ফারূক হোসেন সহ একটি ,মুজিবনগর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান মুস্তাফিজুর রহমান। বক্তারা বলেন ভোক্তাদের অধিকার রক্ষার্থে বক্তারা বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান বলেন রমজান উপলক্ষে বাজারে যে সিন্ডিকেট তৈরি হয় সেটিকে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। তথ্য সেবা কর্মকর্তা তার বক্তব্যে বলেন, যে সকল মহিলারা বাজার করতে যায় তাদের সাথে বিক্রেতারা দাম বেশি নেওয়ার চেষ্টা করে। এই পুরুষ তান্ত্রিক প্রভাবান্বিত বিষয়টি নিয়ন্ত্রণে আনা জরুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস তার বক্তব্যে সকল বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেন। তিনি বলেন রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে কাজ করবে মুজিবনগর উপজেলা প্রশাসন। প্রয়োজন হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তির প্রবিধান করা হবে। কোন বিশেষ পণ্যের সিন্ডিকেট কে ভেঙে দেওয়া হবে। আলোচনা সভায় উপস্থিত সকলের কাছ সার্বিক সহযোগিতা আশা ব্যক্ত করেন। এ সময় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর মুজিবনগর উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন
মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০
পূর্ববর্তী পোস্ট