
মেহেরপুর চিত্র
০২/০৮/২৩
মেহেরপুর বুড়িপোতা বাজিতপুর সড়কে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত আহত ২ হয়ে আছে। এলাকাসূত্রে জানা যায় নগত গতরাত মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বাজিতপুর সড়কে এ মাঠের মধ্যে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজরে ধাক্কা মারলে তিনি নিহত হন ।
জানা যায় মেহেরপুর সদর উপজেলা আমঝুপি শেখপাড়া তাহাজুদ্দিনের ছেলে নিহত লিটন (৫৫)
আহত দুজন হলেন সুরুজ রাজাপুর গুচ্ছগ্রামের শাহাবুদ্দিনের ছেলে, সোহেল আমঝুপি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আহত হইয়াছেন। মেহেরপুর সদর থানা পুলিশ জানিয়েছেন নিহত লিটনের লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে তদন্ত সাপেক্ষে বলা যাবে কিভাবে নিহত হইয়াছেন ।