
মেহেরপুর সংবাদদাতা
২৯/০৪/২৫
মেহেরপুর বুড়িপোতা ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ মাগরিব বুড়িপোতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হরিরামপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গণসংযোগ ও পথসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের জেলা আমীর মাওলানা তাজ উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও বুড়িপোতা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, মেহেরপুর সদর উপজেলা জামায়াতে আমীর মাওলানা সোহেল রানা, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, সহ এলাকার সাধারণ মানুষ ও জামায়াতের নেতাকর্মীরা এই গণসংযোগে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্যই বলেন দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার সরকারের অত্যাচার, জুলুম, এবং জেল জরিমানা, সহ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বিপ্লবী সংযম ও ধৈর্য ধারণ করেছে তা এখনও পর্যন্ত কোন দল করতে সক্ষম হয়নি। জামাতের নেতাকর্মীরা বাংলাদেশের কোন মানুষের ওপরে অত্যাচার জুলুম এবং অন্যায় ভাবে হাট দখল, মাঠ দখল,করেনি বরং প্রত্যেকটা মানুষকে নিরাপদ ভাবে রাস্তায় চলাফেরা করতে পারে সে ব্যাপারে তাদেরকে আশ্বাস প্রদান করেছে। আগামীতে যদি জামায়াতে ইসলামী বাংলাদেশের সরকার গঠন করতে পারে তাহলে নেই এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। সকল ধর্মের মানুষ একে অপরের পাশাপাশি বসবাস করবে। আসন আগামীতে রাষ্ট্র গঠনের এবং জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করি।