
মেহেরপুর সংবাদদাতা
০৮/০৪/২৫
বিশ্বের মুসলমান এক হও লড়াই করো এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের ব্যবসায়িক দোকান মালিকরা ফিলিস্তিনে ইসরাইলের নির্মম হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন মেহেরপুরের ব্যবসায়ী মহল। মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এ প্রতিবাদ জানায়।
মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু জানান, ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে বুধবার সকাল থেকে বেলা সাড়ে ১০ টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন ইসরাইল কোনো রাষ্ট্র নয় বরং তারা একটি পথভ্রষ্ট সন্ত্রাসী সংগঠন বলেও গভীর ক্ষোভ প্রকাশ করেন মুসলিম বিশ্ব তথা সারাবিশ্বকে এক হয়ে মানবিক কারণে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান। বাংলাদেশ তথা বিশ্ব মুসলমানরা আওয়াজ তুলে ইহুদীবাদী দেশটাকে গণহত্যা চালানোর দায়ে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ সময় ব্যবসিকরা সহ সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।