
নিজস্ব সংবাদদাতা
০৪/০৯/২৬
মেহেরপুর পৌর সভায় জেলা জামায়াতে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ মাগরি মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বড়বাজার পর্যন্ত ব্যবসায়ীদের ও সকল শ্রেণীর মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন। সময় উপস্থিত ছিলেন মেহেরপুর – মুজিবনগর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান,
জেলা জামায়াতের নায়েবে আমীর মহাবুবু উল আলম, রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহেল রানা, পৌর জামায়াতের আমীর সোহেল রানা ডলার, জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম, পৌর ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহেল রানা, ৮ নং ওয়ার্ড সভাপতি আমজাদ হোসেন, ৫ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী তাওফিক, ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সৈয়দ মনজুরুল হাসান টুটুল, ১ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম, ৭ নং ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম, সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি কামরুজ্জামান নাহিদসহ জেলা ও পৌর জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পৌর এলাকায় গণসংযোগ কালে দুইপাশের সাধারণ মানুষ হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।