
মেহেরপুর সংবাদদাতা
৩০/০৭/২৫
আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে মেহেরপুর পৌর বিএনপির কাউন্সিল। এ উপলক্ষে আজ বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা বিএনপির কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা দলীয় প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মেহেরপুর পৌর বিএনপির সভাপতি পদে মনোনয়নপত্র কিনেছেন –কাজী মিজান মেনন, আব্দুল লতিব।
সাধারণ সম্পাদক পদে –আনিসুর রহমান লাভলু, অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, আজমুল হাসান মিন্টু, বক্তিয়ার হোসেন,আব্দুর রহিম
সাংগঠনিক সম্পাদক পদে –
জাহাঙ্গীর আলম, আবু ইউসুফ মিরন
পৌর বিএনপির কাউন্সিল সফলভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় নেতারা জানান, কাউন্সিল হবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে।