Home » মেহেরপুরে স্বল্প ও ন্যায্য মূল্যে কাঁচা বাজার বিক্রয়ের শুভ উদ্বোধন

মেহেরপুরে স্বল্প ও ন্যায্য মূল্যে কাঁচা বাজার বিক্রয়ের শুভ উদ্বোধন

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
123 ভিউস

মেহেরপুর সংবাদদাতা:
(২৬/১০/২৪)মেহেরপুর পৌর জামায়াতে ইসলামী উদ্যোগে স্বল্প ন্যায্য মূল্য কৃষি কাঁচা সবজি বাজার বিক্রয় শুভ উদ্বোধন করা হয়েছে। জানা গেছে প্রতি শুক্রবার ও শনিবার সপ্তাহে দুই দিন মেহেরপুর পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামী উদ্যোগে স্বল্প ও ন্যায্য মূল্যের কৃষি পণ্য ও কাঁচা সবজি বাজার ও চাউল বিক্রয় করা হচ্ছে।

স্বল্প/ দরিদ্র ও অল্প আয়ের মানুষগুলো যেন ক্রয় করতে পারে সেই আলোকে দলটি বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ৯ নং ওয়ার্ড জামায়েতে ইসলামীর সভাপতি সোহেল রানা (ডলার) বলেন ন্যায্য মূল্যের বাজারের সিন্ডিকেট ঠেকাতে কৃষকদের পণ্য বিক্রি ও ক্রেতাদের স্বল্পমূল্যে সবজিসহ কৃষি পণ্য ন্যায্য মূল্যে সরাসরি ক্রয়-বিক্রয়ের জন্য মেহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড জামায়াত ইসলামীর উদ্যোগে স্বল্পমূল্যের বাজারের উদ্বোধ হয়েছে এখান থেকে এই ওয়ার্ডের মানুষগুলো ক্রয় করতে পারবে।মেহেরপুর পাবলিক লাইব্রেরির মোড়ে স্বল্পমূল্যের বাজার বসানো হয়েছে। এই খবর এলাকায় সোনার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ন্যায্যমূল্যে শাক- সবজিসহ কৃষি পণ্য কেনার ধূম পড়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মনিরুজ্জামান, ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি সোহেল রানা,৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাদ্দাম হোসেন প্রমুখ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন