Home » মেহেরপুর পৌর জামায়াতের উদ্যোগে সিরাত আলোচনাও নাতে রসূল অনুষ্ঠিত।

মেহেরপুর পৌর জামায়াতের উদ্যোগে সিরাত আলোচনাও নাতে রসূল অনুষ্ঠিত।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
64 ভিউস

মেহেরপুর সংবাদদাতা
০৬/০৯/২৫
মেহেরপুর পৌর জামায়াতের উদ্যোগে সিরাত আলোচনা ও নাতে রসূল অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যা সাতটার সময় ডক্টর শামসুজ্জোহা পার্কে সিরাত আলোচনা ও নাতে রসূল পরিবেশনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর আমীর সোহেল রানা( ডলার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর মুজিবনগর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মেহেরপুর কানন সাহিত্য সাংস্কৃতিক সাংসদ সঞ্চালক আব্দুল জাব্বার, হিমু, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী মোঃ সোহেল, মেহেরপুর কানন সাহিত্য সাংস্কৃতিক সাংসদ শিল্পী বিন্দু , আয়োজনে মেহেরপুর পৌরসভা।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন