
নিজস্ব সংবাদদাতা
২১/০৮/২৫
মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়নের পুরাতন ডাঙ্গায় গ্রামের মাসুদের ছেলে রনি (২১) আজ বৈকাল সাড়ে ৫ টার সময় খোকসা কদমতলাপাড়া থেকে মদনাডাঙ্গায় আসার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খেজুর গাছের সাথে সজরে ধাক্কা মারলে পেছনে বসে থাকা রনি রাস্তার উপরে ছিটকে পড়ে এবং মারাত্মক আহত হন। মোটরসাইকেল ডাইভার পুরাতন মদনা ডাঙ্গার জামালের ছেলে জোবায়ের (২৩) আহত হন। এলাকার মানুষ ছুটে এসে দুজনকেই উদ্ধার করে মেহেরপুর
জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রনিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।রাজশাহী নেয়ার পথে রোগীর অবস্থা খারাপ হলে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। অপরজন মোটরসাইকেলের ড্রাইভার জোবায়ের কে মেহেরপুর হাসপাতলে চিকিৎসাধীন আছেন বলে জানান তার পরিবার। এই মর্মান্তিক মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।