ভ্রাম্যমান প্রতিনিধি :ইউনুস আলী
০৫/১২/২৪
মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়নের গহুরপুর এবং বলিয়ারপুর ৯ নং ওয়ার্ডে অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণের করা হয়,,। আজ সন্ধ্যা ৭ ঘটিকার সময় মেহেরপুর ১ আসনের সাবেক এমপি জননেতা জনাব, মাসুদ অরুনের নির্দেশে পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব শামসুল আলমের নেতৃত্বে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন গহরপুর বলিয়ারপুর এর স্থানীয় নেতা কর্মীরা,,,। এক প্রশ্নের জবাবে সাবেক চেয়ারম্যান শামসুল আলম বলেন বিএনপি জনগণ প্রিয় একটি দল ,সামনের দিনে বিএনপি যদি নির্বাচনে সরকার গঠন করে আমরা নিজ দায়িত্বে পিরোজপুর ইউনিয়নে প্রতিটি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছায় দেব ইনশাআল্লাহ । তিনি আরো বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ইউনিয়নের নেতা কর্মীদের সবার প্রতি এক হয়ে কাজ করার আহ্বান জানান ,,,
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নস্কর আলী , পিরোজপুর ইউনিয়ন যুবদল সহ-সভাপতি মিলন মিয়া ,পিরোজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিয়ারুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন যুবদলের যোগাযোগ সম্পাদক ইউনুস আলী, পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজিদুর রহমান (সবুজ),বলিয়ার পুর বিএনপি’র নেতা কবির আলী , রফিক আলি ,মকলেস,রাজা , মাহবুবুর রহমান এটম, বলিয়ারপুর ছাত্রদল নেতা বক্তিয়ার, আলোমঙ্গীর, আরাফাত,রিদয়,জিম ,প্রমোখ।
মেহেরপুর পিরোজপুর ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ,,
মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০
পূর্ববর্তী পোস্ট