মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
মেহেরপুর চিত্র; নিজস্ব প্রতিবেদক : মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে মেহেরপুর জেলা প্রধান অফিসসহ জনাল অফিসগুলো। সেই দিনের অগ্নিঝরা বক্তব্য মানুষকে অনুপ্রেরণা যুগিয়ে ছিলো- এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। “রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো- এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, ইনশাআল্লাহ”। ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
বৃহস্পতিবার (৭মার্চ-২৪) সকালে ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শ্রী স্বদেশ কুমার (ঘোষ ), অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ফরহাদ হোসেন (এজিএম এমএস, সেবা), মোহাম্মদ তিতাস হোসেন (এজিএম এমএস, কম) , মোহাম্মদ হাফিজুর রহমান (এজিএম, জিএস ) মোহাম্মদ আকতারুজ্জামান (জুনিয়ার ইঞ্জিনিয়ার), মোহাম্মদ আব্দুল কাদের (ওয়ারিং পরিদর্শক)সহ পল্লী বিদ্যুৎ সমিতের কর্মচারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।