Home » মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতি ৭ জন কর্মচারী কর্মকর্তা বদলেজনিত কারণে বিদায় অনুষ্ঠিত

মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতি ৭ জন কর্মচারী কর্মকর্তা বদলেজনিত কারণে বিদায় অনুষ্ঠিত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
26 ভিউস

মেহেরপুর সংবাদদাতা
২০/০৪/২৫
মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতি ৭ জন কর্মচারী কর্মকর্তা বদলেজনিত কারণে বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ৩ টার সময় মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিত নিজস্ব হলরুমে
বিদায় অনুষ্ঠিত হয়েছে। মো: জাকির হোসেন(এজিএম প্রশাসন) এর পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিত সভাপতি সহিদুজ্জামান।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষ, শ্যামল কুমার মল্লিক ( ডিজিএম কারিগরি) মেহেরপুর, বিজয় চন্দ্র কুন্ডু ডেপুটি জেনারেল ম্যানেজার গাংনী জোনাল অফিস, মোহাম্মদ তিতাস হোসেন (এজিএম কম) মেহেরপুর, মোছা: জেরিন আক্তার (এজিএম কম -এনছি) মেহেরপুর,মোঃ মোজাম্মেল হোসেন ঠিকাদার মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি,
মো: তাজুল ইসলাম ঠিকাদার মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মোছা: জান্নাত আরা বিলিং সহকারি মেহেরপুর, মোহাম্মদ দেলোয়ার হোসেন ওয়ারিং পরিদর্শক বামন্দি জোনাল অফিস, একে আজাদ ওয়েরিং পরিদর্শক মুজিবনগর জোনাল অফিস, আব্দুল কাদের ওয়াইরিং পরিদর্শক গাংনী জোনাল অফিস, এছাড়া অন্যান্য কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। মেহেরপুর জেনারেল ম্যানেজার বক্তব্য বলেন যারা আজকে বদলি হলো প্রত্যেকটা অফিসার মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম-শৃঙ্খলার মধ্যে চলাফেরা করেছে যেহেতু এটা চাকরি বদলি হতে হবে মন খারাপের কিছু নেই তাই যেখানে যাবে তাদের জন্য আমি সার্বিক মঙ্গল কামনা করছি।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন