Home » মেহেরপুর দুটি বাইকের মুখোমুখী সংঘর্ষে ১ জনের মৃত্যু

মেহেরপুর দুটি বাইকের মুখোমুখী সংঘর্ষে ১ জনের মৃত্যু

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
37 ভিউস

গাংনী সংবাদদাতা
(১৪-১২-২৫)

মেহেরপুরের গাংনীর বামন্দীতে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৯টার দিকে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বামন্দীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকেশ গাংনী উপজেলার তেরাইল গ্রামের কামিরুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী।

প্রত্যক্ষর্দশীরা জানান, সকাল ৯টার দিকে রাকেশ ও তার বন্ধুরা দুটি বাইক নিয়ে বেপরোয়া গতিতে যাবার সময় বিপরীত দিক থেকে আস্ াআরেকটি বাইকের সাথে মুখোমুর্খী সংঘর্ষ হয়। এতে দুটি মাটর সাইকেলে থাকা রাকেশ ও শয়ন এবং অভিক তিনজন সড়কে পড়ে গুরত্বর আহত হয়। দ্রæত তাদের উদ্ধার করে বেসরকারী হসপিটালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকেশকে মৃত ঘোষনা করে। শয়নের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত অভিককে স্থানীয় একটি ক্লিনিকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাংনি থানার ওসি উত্তম কুমার দাস জানিয়েছেন, উপজেলার বামন্দীতে দুটি মোটর সাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন