
মেহেরপুর:থেকে ইসমাইল হোসেন
২২/০৭/২৫
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত ও আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। মঙ্গলবার বিকালে মেহেরপুর কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, জেলা তাঁতিদলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল, পৌর যুব দলের সদস্য সচিব নওশেল আহমেদ রনি সহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিমান দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছে ও অসুস্থ নিয়ে চিকিৎসাধীন রয়েছে তাদের জন্য দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মেহেরপুর বোস পাড়ার বায়তুল ফালাহ্ জামে মসজিদের ইমাম সিরাজ উদ্দিন।