
নিজস্ব সংবাদদাতা
০১/০৬/২৩
মেহেরপুর জেলা প্রাণি সম্পদ অফিসের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। গতকাল বেলা ১১ টার সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় ‘বিশ্ব দুগ্ধ দিবস-২০২৩’ উপলক্ষে র্যালীত্তোর উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ দিবসের উদ্বোধন ও আলোচনা সভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ সাইদুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেহেরপুর, স্বাগত বক্তব্য রাখেন ডাঃ শেখ মশিউর রহমান জেলা ট্রেনিং অফিসার মেহেরপুর , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী সিভিল সার্জন, মেহেরপুর, প্রভাষ চন্দ্র বালা জেলা সমবায় কর্মকর্তা মেহেরপুর , ডাক্তার বশির আহমেদ জেলা প্রাণিসম্পদ অফিস, রহমাতুল্লাহ উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, অনুষ্ঠান পরিচালনা করেন ডাক্তার মোহাম্মদ ছাকিবুল ইসলাম প্রমূখ প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ ও জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। তোহিদ সরকারের শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ রচনা, চিত্রাংকন, কুই প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন