নিজস্ব সংবাদদাতা
০১/০৬/২৩
মেহেরপুর জেলা প্রাণি সম্পদ অফিসের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। গতকাল বেলা ১১ টার সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় ‘বিশ্ব দুগ্ধ দিবস-২০২৩’ উপলক্ষে র্যালীত্তোর উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ দিবসের উদ্বোধন ও আলোচনা সভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ সাইদুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেহেরপুর, স্বাগত বক্তব্য রাখেন ডাঃ শেখ মশিউর রহমান জেলা ট্রেনিং অফিসার মেহেরপুর , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী সিভিল সার্জন, মেহেরপুর, প্রভাষ চন্দ্র বালা জেলা সমবায় কর্মকর্তা মেহেরপুর , ডাক্তার বশির আহমেদ জেলা প্রাণিসম্পদ অফিস, রহমাতুল্লাহ উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, অনুষ্ঠান পরিচালনা করেন ডাক্তার মোহাম্মদ ছাকিবুল ইসলাম প্রমূখ প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ ও জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। তোহিদ সরকারের শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ রচনা, চিত্রাংকন, কুই প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন
মেহেরপুর জেলা প্রাণি সম্পদ অফিসের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৩ পালিত
মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০