
মেহেরপুর জেলা সংবাদদাতা
২২/০৩/২৫
মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৈকাল সাড় ৪ টার সময় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে। ইফতার মাহফিলে মেহেরপুর – মুজিবনগর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খানের সভাপতিত্বে, অন্যান্য ভিতরে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম, জেলা জামায়াতের জেলা সেক্রেটারি ইকবাল হোসাইন, মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাবেদ মাসুদ মিল্টন, সদস্য সচিব এডভোকেট কামরুল হাসান, যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন ছাতু ওমর ফারুক লিটন, মেহেরপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, সিনিয়ার অ্যাডভোকেট স্বপন , মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহেল রানা, সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খানজাহান আলী, সেক্রেটার খায়রুল বাশার, মেহেরপুর পৌরসভা জামাতের আমির সোহেল রানা ডলার, গাংনী উপজেলা আমীর ডাক্তার রবিউল ইসলাম, জেলা কর্ম পরিষদের সদস্য ও গাংনী ২ আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা, জেলা সুরা কমিটির সদস্য ডাক্তার আব্দুস সালাম, মেহেরপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, মেহেরপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মোহাম্মদ আব্দুস সালাম , জেলা রাজনৈতিক সেক্রেটারি মাও, রুহুল আমীন,জেলা বাইতুলমাল সেক্রেটারি জারজিস হুসাইন,জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম বিশিষ্ট ব্যক্তিবর্গ , সুধী সমাজের ব্যক্তিবর্গ, বৈশ্যমা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, জামায়াতের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সেক্রেটারিগণ, পেশাজীবী ব্যক্তিবর্গ, সাংবাদিকগন সহ জামায়াতের নেতাকর্মীরা এই দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন ।