
মেহেরপুর মুজিবনগর সংবাদদাতা
০৮/০৩/২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতিদের নিয়ে দিনব্যাপি শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। গতকাল (৮ মার্চ/২৫ ই শনিবার) সকাল ৯ থেকে বিকেল ৩ টা
জেলা তারবিয়াত সেক্রেটারি মাও রফিকুল ইসলামের পরিচালনায় ওয়ার্ড সভাপতি শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও মেহেরপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জনাব মাও, তাজউদ্দীন খান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ,কে,এম আলী মুহসিন। শিক্ষা শিবিরে আলোচনা রাখেন জেলা নায়েবে আমীর মাও, মাহবুবুল আলম,জেলা সেক্রেটারি জনাব ইকবাল হোসেন,মেহেরপুর সদর উপজেলা আমীর মাও, সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর ও জেলা তালিমুল কুরআান সেক্রেটারি মাও, খানজাহান আলী, জেলা বাইতুলমাল সেক্রেটারি জারজিস হুসাইন, জেলা শ্রমিক কল্যান সেক্রেটারি আব্দুর রউফ মুকুল,জেলা প্রচার সেক্রেটারি খাইরুল বাসার। জেলার ১৯৮ টি ওয়ার্ডের সভাপতিগন এই শিক্ষাশিবিরে অংশ গ্রহন করেন।