
মেহেরপুর জেলা সংবাদদাতা
১৬/০২/২৫
মেহেরপুর জেলা জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি ও ইসলামনগর আলিয়া মাদ্রাসার সাবেক সহকারি প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম( ৬৫) মৃত্যুবরণ করিয়াছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এই মৃত্যুতে মেহেরপুর জেলা জামায়াতের আমীরের গভীর শোক প্রকাশ করেছেন। সাংগঠনিক মান রুকন শপথ ১৯৮৯সালে, জেলা সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেন ২০০১থেকে২০১১ পর্যন্ত, নায়েবে আমীর ২০১২থেকে ২০১৫ মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন। মরহুমের পারিবারিক সূত্রে জানা যায় আজ ভোরে ৪ টার সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। স্ত্রী এক পুত্র ও কন্যা সন্তান সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেলেন। মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর আমঝুপি আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে । জানাযার নামাজ ইমামতি করবেন মেহেরপুর জেলা নায়েবে আমীর মহাবুব উল আলম। তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সম্মানিত জেলা আমীর মাওলানা তাজ উদ্দিন খান গভীর শোক প্রকাশ করেছেন । তিনি শোকাহত পরিবারের প্রতি ধৈর্যধারণ ও মহান সৃষ্টিকর্তার প্রতি দোয়া প্রার্থনা করেন তিনি যেন জান্নাতবাসি হন সকল ছাওয়ালের সহজ হিসাব প্রার্থনা করেন । তিনি দীর্ঘ সময় বাংলাদেশ জামায়েত ইসলামীর জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তার মৃত্যুতে দলের অফরণ ক্ষতি হলো বলে তিনি জানান। মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। এই জানাযায় বিপুল সাংখ্যক জামায়াতে ইসলামী নেতাকর্মীরা ও এলাকার সাধারণ মানুষের অংশগ্রহণ করেন।